মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধি।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে ঘর থেকেই বের হচ্ছে না মানুষ। বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এ পরিস্থিতিতে দু:স্থ ও নিম্নবিত্ত গণপরিবহন কর্মচারী ( বাস-হেলপার) ও পত্রিকার হকার্সদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দিয়েছেন ত্রান সহায়তায়।
এ পর্যন্ত কোন ত্রাণ না পাওয়া রোববার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে গণপরিবহন কর্মচারী (বাস-হেলপার) ৩২ জন ও পত্রিকার হকার্স ৮ জনকে জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত থেকে এই ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মাহবুর রহমান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আন্ত- জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার। মানবিক সহায়তা হিসেবে তাদের চাল,ডাল,পিয়াজ,আলু,তেল,মরিচ,সাবান ইত্যাদি দেওয়া হয়।