শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়নের লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের চালকদের নতুন আইন সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিভিন্ন সড়কে এই সচেতনতামূলক লিফলট বিতরণ করা হয় । নতুন আইন সম্পর্কে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর)তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পুলিশ পরিদর্শক যানবাহন শাখা মোঃ জামাল হোসেন মীর, পুলিশ লাইন্সের আর আই মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
আইএনবি/জে.এম/বিভূঁইয়া