শরীয়তপুরে চিকিৎসকদের পিপিই,থার্মোমিটার,মাস্ক দিলেন ডা.মাহমুদুল হাসান ইমন

 

মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর

শরীয়তপুরে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসকদের পিপিই,থার্মোমিটার,হ্যান্ড গ্লাভস,গগজ,মাস্ক দিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক ( সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, দানবীর বি এম ইউসুফ আলীর সুযোগ্য সন্তান তরুন দানবীর ডা. মাহামুদুল হাসান ইমন ।

বুধবার দুপুরে শরীয়তপুর জেলা সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য উপজেলা হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য  ১০০ পিস পিপিই, ১০০ পিস গগজ, ১০০০ পিস মাস্ক, ১০০০ পিস হ্যান্ড গ্লাভস, ২ পিস ইনফারেড থার্মোমিটার, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি বকতিয়ার হোসেন খান বেনুর হাতে তুলে দেন ডাঃ মাহমুদুল হাসান ইমন।