শরীয়তপুর প্রতিনিধি :
“পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে শনিবার ২৬ অক্টোবর শরীয়তপুর সরকারী কলেজ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পুলিশ লাইনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার শরীয়তপুর আব্দুল মোমেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমার দে, কমিউনিটি পুলিশিং শরীয়তপুরের সভাপতি নূর মোহাম্মদ কোতোয়াল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমগীর মুন্সি।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা ও বিকাল ৩ টা ৩০ মিনিটে জেলা কমিউনিটি পুলিশ ও জেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আইএনবি/জেএম/বিভূঁইয়া