শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের লকডাউন মেনে নিয়ে যার যার বাড়িতে অবস্থান করে কর্মহীন হয়েছে অসংখ্য মানুষ । অসহায় এসব মানুষকে ভাইরাসের প্রকোপ হতে রক্ষা করতে শুরু থেকেই মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর নেতারা বিনামূল্যে মাস্ক , হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা।
আজ বৃহস্পতিবার শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার নেতা সৈয়দ সুমন। শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে র ৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেন তিনি।