শরীয়তপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করলেন পুলিশ সুপার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে তিন দিনব্যাপী মূলধারার তাবলীগ জামায়েতের জেলা আঞ্চলিক ইজতেমা আগামী ৭ নভেম্বর হতে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইজতেমা উপলক্ষে, ইজতেমার ময়দান পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

মঙ্গলবার বিকালে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের পাসে এই ইজতেমা ময়দান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ আল মামুন শিকদার, ডিআইও-১, মোঃ আজহারুল ইসলাম, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন সহ স্থানীয় ওলামাগন ও অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ইজতেমায় আগত সকল মুছল্লিদের নিরাপত্তার জন্য ইজতেমা ময়দান এবং তার আসে পাশে সাদা ও পুলিশের পোষাকে ৩ শতাদিকের বেশি আইনশৃংঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। ইজতেমা এলাকায় একটি পুলিশ ক্যাম্প বসানো হবে। সেখানে ইজতেমায় আগত মুছল্লিরা অভিযোগ করতে পারবেন ।

আইএনবি/জেেএম/বিভূঁইয়া