মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর।।
প্রাকৃতিক মহামারী করোনাকালীন দুর্যোগ মুহূর্তে অসচ্ছল স্কাউট পরিবারের সদস্যদের মাঝে শরীয়তপুর সদর উপজেলা স্কাউটস এর সভাপতি ও শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখের মাধ্যমে চ্যানেল আই কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন পুকুর পাড়ে ৪৯ জন স্কাউটস সদস্যদের মাঝে ২ হাজার টাকা করে ৯৮ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান সহ বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর সদর উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।