বিনোদন ডেস্ক:আমেরিকার অভিনেত্রী নয়া রেভারির মরদেহ ক্যালিফোর্নিয়ার একটি লেক থেকে উদ্ধার করা হয়েছে । গতসপ্তাহে চার বছরের ছেলের সঙ্গে নৌকা নিয়ে ভ্রমণের সময় ডুবে যান তিনি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে। চেহারা, পোশাক এবং অবস্থার বিচারে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রিভেরার দেহ।
ডেন্টাল রেকর্ড থেকে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ দেহ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই লেকে কোনও নিখোঁজ ব্যক্তির খবরও গত কয়েকদিনে পাওয়া যায়নি।
রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট ছেলের সঙ্গে চড়ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ঘটনার শিকার হন।
আইএনবি/বি.ভূঁইয়া