ময়মনসিংহ প্রতিনিধি: পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের পাশে পড়ে থাকা লাল রঙের লাগেজের ভেতর থেকে এক ব্যক্তির হাত, পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে লাগেজ তল্লাশি করে মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, এটি পেশাদার অপরাধচক্রের কাজ। তদন্ত করে মৃতদেহের নাম পরিচয় ও খুনের রহস্য জানা যাবে।
রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার পর থেকে লাল রঙের লাগেজটি নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের সংযোগ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দেয়। এরপর থেকেই পুলিশ ও র্যাবের সদস্যরা রাতভর নিরাপত্তা বেষ্টনী দিয়ে লাগেজটি ঘিরে রাখে।
আইএনবি/বিভূঁইয়া