লবণের মাঠ থেকে ৩ বস্তা ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবণ মাঠ এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় ৩ চোরাকারবারিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের থামতে নির্দেশ দেয় বিজিবি। এতে তারা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া ৩ বস্তায় মোট ২ লাখ ৮৪ হাজার ৬১০পিস ইয়াবা বড়ি রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ওইসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকারও চেয়ে বেশি।

বিজিবির কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

আইএনবি/বিভূঁইয়া