নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে লক্ষীপুর সদর উপজেলার কর্মহীন রিকসা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ যুবলীগ।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে লক্ষীপুর সদর উপজেলার দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এসব সামগ্রি বিতরণ করা হয়।
রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্ববানে সাড়া দিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামালের উদ্যোগে কয়েক শতাধিক রিকসা চালকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- যুবলীগ নেতা এড. জয়নাল আবেদীন রিগ্যান, মোজাম্মেল হোসেন মিশু, লক্ষীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক রুপম হাওলাদার, ৩নং দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ, যুবলীগ নেতা এড. নজরুল ইসলাম রাজু, ৩নং দালাল বাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা, সাধারণ সম্পাদক শেখ মুরাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সাকিব, যুবলীগ নেতা নূর আলম কবির শিপন, বাবুল পাওটারী, ইন্জি. হাসান মাহমুদ আলিফ ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষের শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিচ্ছে যু্বলীগের নেতাকর্মীরা।