বিনোদন ডেস্ক: ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে করোনা ভয়ঙ্কর চেহারা নিয়েছে। গোটা ভারতের পাশাপাশি সেখানেও চলছে লকডাউনের কড়াকড়ি। প্রতি মুহূর্তে এ রাজ্যে করনায় সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।
সংক্রমিত এলাকাগুলো থেকে ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যে পাকাপাকিভাবে সিল করে দেওয়া হয়েছে বেশ কিছু এলাকা। কাউকে ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না। ততপর পুলিশ প্রশাসন। একের পর এক জায়গায় যেভাবে করোনার সংক্রমণ ঘটছে তা যথেষ্ট মাথা ব্যাথার কারণ সে রাজ্যের প্রশাসনের কাছে। এনডি টিভি, কোলকাতা ২৪, টাইমস অফ ইন্ডিয়া
লকডাউন নিয়ে যখন কড়া অবস্তানে মুম্বইয়ের প্রশাসন তা উপেক্ষা করে এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান বলিঊডের অন্যতম যৌন আবেদনময়ী নায়িকা পুনম পান্ডে। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে পুনম পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।
আইএনবি/বি. ভূঁইয়া