রোববার থেকে করোনার প্রভাবে হাইকোর্টের কার্যতালিকা ছাপানো বন্ধ

আইএনবি নিউজ: এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল বিচার বিভাগে। যার ফলে রোববার থেকে প্রকাশিত হচ্ছে না হাইকোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট)।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

কজ-লিস্ট ছাপানোর অন্যতম উপাদান পি.এস প্লেট আসে চীন থেকে। করোনা ভাইরাসের প্রভাবে এখন চীন থেকে ওই প্লেট আমদানি করা যাচ্ছে না। ফলে ছাপানো যাচ্ছে না কজ-লিস্ট।

কবে নাগাদ চীন থেকে ওই প্লেট আমদানি করা সম্ভব হবে সেটাও নিশ্চিত করতে বলতে পারেনি আমদানিকারকরা।

গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

একইসঙ্গে কজ-লিস্ট ছাপাতে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

আইএনবি/বিভূঁইয়া