রোনালদোর জোড়া পেনাল্টি গোলে হার এড়াল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসকে হারের শঙ্কাই পেয়ে বসেছিল। কিন্তু নিজেদের মাঠে দ্যুতি ছড়িয়ে সেই ভয় দূর করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জোড়া গোল করে পিছিয়ে পড়া জুভ শিবিরকে বাঁচালেন হারের লজ্জা থেকে। সুবাদে আটালান্টার বিপক্ষে তার দল মাঠ ছাড়ল ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে।

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাস শুধু হারই এড়ায়নি। সঙ্গে রক্ষা করেছে একটি পয়েন্টও। সুবাদে ইতালিয়ান লিগ সেরি এ’তে পরিষ্কার আট পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

অতিথিরা ম্যাচের অনেকটা সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছিলেন। তার ফলও পায় তারা। জুভেন্টাসকে দুই দুইবার পিছনে ফেলে দুভান জাপাতা ও রুসলাম মালিনোভস্কির গোলে।

কিন্তু দল দুই দুইবার পিছিয়ে পড়লেও দুবারই সমতা এনে দেন রোনালদো। সিআর সেভেন দুটি গোলই করেন পেনাল্টি থেকে। যার একটি ছিল শেষ মিনিটের গোল। এনিয়ে ২৮ লিগ ম্যাচে ২৮ গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও ঘরের মাঠেই ১-২ গোলে হার মেনেছে সাসুলোর কাছে। ফলে লিড বেড়েছে জুভদের।

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে জুভদের ফলো করছে লাৎসিও।

আইএনবি/বি.ভূঁইয়া