রেলের তেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদীতে ৪ হাজার ৫৯০ লিটার চোরাই ডিজেল তেলসহ তেল চুরি সিন্ডিকেটের এক সদস্য পিন্টু শেখ (৩৮) কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফতেমোহাম্মদপুর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিন্টু শেখ উপজেলার শৈলপাড়া গ্রামের মৃত রিয়াজ শেখের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মো. আমিনুল কবির তরফদার বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই রেল রুটে চলাচল করা বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। র্যা বের গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে এই চক্রের হোতাদের শনাক্ত করে। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, র‌্যাবের অভিযোগের ভিত্তিতে ট্রেনের তেল চুরির ঘটনায় একজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আদালতে সোপর্দ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া