নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১৮ নম্বর সেক্টর এলাকায় ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় শামীম সুলতান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে সকাল ১০টার দিকে স্থানীয়রা শামীমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে যুবকের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নিহত শামীম সুলতান ঢাকার উত্তরা ৬ নং সেক্টরের একটি মেসে ভাড়া থাকতেন। তিনি আরআরএফ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি জানান, শুক্রবার সকালে পূর্বাচলের ১৮ নম্বর সেক্টরের ৪৫ নং ব্রিজের রেলিংয়ে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় ওই যুবকের পকেট থেকে আইডি কার্ড দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া