রেলস্টেশনে মিলল নারীর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর রেলস্টেশন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে রেলওয়ে জংশন স্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার প্ল্যাটফর্মে নিথর অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় রেলওয়ে কর্মকর্তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী স্টেশনেই ঘোরাফেরা করতেন। তার প্রকৃত পরিচয় জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া