রূপগঞ্জে সিম গ্রুপে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়ির টেক এলাকায় সিম গ্রুপ নামে বিস্কুট ও সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সুতা তৈরির কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে শ্রমিকরা চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। প্রাথমিকভাবে স্থানীয় শ্রমিকরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টার পর ডেমরা সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ শাহ-আলম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে গভীর রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আইএনবি/বিভূঁইয়া