রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় সুমাইয়া টেক্সটাইল মিলস নামের একটি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার সুমাইয়া টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় এসহাক (৭০) নামের এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ১৫ মেশিন ও তুলা আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে টেক্সটাইল মিলের মালিক আজাহার দাবি করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইএনবি/বি.ভূঁইয়া