রুশ বিমান হামলায় সিরিয়ার নিহত ৯

আন্বতর্জাতিক ডেস্ক:  সিরিয়ার ইদলিব প্রদেশে রোববার বিদ্রোহীদের অধীনে থাকা রাশিয়ার বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৯ জন আহত হয়েছে ১০ জন।

আহভাল ৩০ লাখের বেশি নাগরিক প্রদেশে নিরাপত্তাহীনতায় রয়েছে। অনেকে অন্য কোথাও পালিয়ে যান। দেশের অন্য স্থান থেকে পালিয়ে হাজার হাজার সরকারী বিরোধি ইদলিবের শরণাপন্ন হন। গতবছর সিরিয়ার সরকারকে আক্রমণ চালানো থেকে বিরত রাখতে ইদলিবে একটি বেসাময়িক অঞ্চল হিসেবে ঘোষণা দেয় তুরস্ক ও রাশিয়া। সব ধরনের আগ্রাসন নিষিদ্ধ হলেও সিরীয় শাসকগোষ্ঠী ও তার মিত্ররা শর্ত মানছেন না।

এই আক্রমণের পরে, জাতিসংঘের সংস্থা ও এনজিওগুলো জানিয়েছে, ৩০ লাখের বেশি লোকেরা ইদলিব থেকে তুরস্কের সীমান্তের কাছে যেতে বাধ্য হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া