রুনা লায়লা ১৫ মিনিট গাইবেন কলকাতা টেস্টে

বিনোদন ডেস্ক: ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভারত-বাংলাদেশের এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এর অংশ হিসাবে কলকাতা টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।

রুনা লায়লা বলেন, সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ২১ নভেম্বর কলকাতায় যাবো। অনুষ্ঠানে ১৫ মিনিটের পরিবেশনা থাকবে আমার। সৌরভের আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এমন অনুষ্ঠানে গান গাওয়াটা অন্যরকম ব্যাপার।

কলকাতা টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াড।

আইএনবি/বিভূঁইয়া