রুনা লায়লার পর এবার জয়া

বিনোদন ডেস্ক: উপমহাদেশের বাংলাদেশি হিসেবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার পর দ্বিতীয় কলকাতার ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শুক্রবার (৬ মার্চ) রাতে কলকাতার গায়েন মঞ্চে মা রেহানা মাসউদকে নিয়ে এই পুরস্কার গ্রহণ করেন জয়া। পুরস্কার পাওয়ার পর জয়া ফেসবুকে লিখেছেন, সম্মানিত এবং অভিভূত ‘তুমি অনন্যা ২০২০’ পুরষ্কার পেয়েছি। এই সম্মানজনক পুরষ্কারে আমাকে সম্মানিত করার জন্য জুরির আন্তরিক ধন্যবাদ।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় জয়া আহসানের। এরপর ২০১৩ সাল থেকে নিয়মিত কাজ শুরু করেন জয়া। বাংলাদেশের মত সেখানেও সফলতা পান। বর্তমানে কলকাতায় জয়ার মুক্তির তালিকায় আছে ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামের দুইটি সিনেমা।

শুক্রবার (৬ মার্চ) ১৫ বারের ‘তুমি অনন্যা’ পুরস্কার দেওয়া হলো।

আইএনবি/বিভূঁইয়া