আইএনবি নিউজ: জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে দেশটির সরকারের আমন্ত্রণে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, রোববার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’
সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি রাষ্ট্রপতি সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজে অংশ নেবেন।
প্রেস সচিব জানান, ২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন রাষ্ট্রপতি।
আইএনবি/বিভূঁইয়া