পাবনা প্রতিনিধি: পাবনার রুপপুরে রাশিয়ার সহযোগিতায় তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমান সরকারের একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি শুরু হওয়ার পর বদলে গেছে এই জনপদ। রাশিয়ার সহযোগিতায় তৈরি হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র। ফলে এখানে ও ঈশ্বরদী শহরে বর্তমানে দশ হাজারের অধিক রাশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছে। এছাড়া এই প্রকল্পে দৈনিক দেশী বিদেশি প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করছে। ফলে এই জনপদে বাসাবাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠান সহ সামাজিকতার ব্যাপক উন্নয়ন ঘটেছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের উন্নয়ন ধারার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আইএনবি