আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রাখতে দেশটির পার্লামেন্টে সাংবিধানিক সংস্কার অনুমোদন বিল পাস হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টে তৃতীয় ধাপের আলোচনা ও ভোটাভুটির পর চূড়ান্ত বিলটি পাস হয়।
নিয়ম অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন পুতিন। কিন্তু সাংবিধানিক সংস্কারের পর তিনি আরও ১২ বছর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
ক্রেমলিন (প্রেসিডেন্টের বাসভবন) নিয়ন্ত্রিত রাশিয়ার নিম্নকক্ষ (স্টেট ডুমা) সংবিধান পরিবর্তনের পক্ষে ৩৮৩টি ভোট পড়ে। যেখানে এর বিপক্ষে কোনো ভোট পরেনি। তবে পার্লামেন্টের ৪৩ জন সদস্য ভোট দান থেকে বিরত ছিল। প্রস্তাবিত সংশোধনীতে দেশব্যাপী ২২ এপ্রিল ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ক্রেমলিনের সমালোচকরা এই সংশোধনীর নিন্দা করেছেন।
আইএনবি/বিভূঁইয়া