রাজ-শিল্পা দম্পতি কন্যা সন্তানকে স্বাগত জানালেন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন । গত ১৫ ফেব্রুয়ারি কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি দম্পতি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহা শিবরাত্রীর বিশেষ দিনে বিশেষ এই ঘোষণা দিয়ে শিল্পা শেঠি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ওম শ্রী গণেশায়ে নামাহ.. আমাদের প্রার্থনা জাদুর মধ্য দিয়ে তার উত্তর দিয়েছে। আমাদের ছোট্ট পরীর আগমনের কথা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা সত্যি আনন্দিত।’

মেয়ের হাতের একটি ছবি শেয়ার করে শিল্পা আরও লিখেছেন- ‘সামিশা শেঠি কুন্দ্রা। আমাদের এএসকে পরিবারের ক্ষুদে সদস্য। জন্ম ১৫ ফেব্রুয়ারি।’

ভক্তদের শুধু মেয়ের আগমনের বার্তা নয়, তার নামের অর্থটিও বর্ণনা করেছেন শিল্পা শেঠি। তিনি জানান, সা একটি সংস্কৃত শব্দ এর অর্থ ‘আছে’ এবং মিশা রাশিয়ান একটি শব্দ যার মানে ‘ঈশ্বরের মতো কেউ’। আর সামিশা আমাদের লক্ষ্মী যে কিনা আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে।

জানা গেছে- সারোগেসি পদ্ধতির মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রাজ-শিল্পা। ভিয়ান রাজ কুন্দ্রা নামে এই দম্পতির একটি ছেলে রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া