কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ ঘন্টায় ৩টি বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবাযের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসব বাল্য বিয়ের আয়োজন করায় বরের জেল ও বরযাত্রীদের জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিকালে একদল পুলিশ রাজারহাট সদর ইউপির দেবীচরণ গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র বর- মো.ছালেম মিয়া(২৩)কে আটক করে। পরে ওই স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে বর মো.ছালেম মিয়া (২৩) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ওইদিন সন্ধ্যায় বর মো.ছালেম মিয়া(২৩) কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে, রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ রাজারহাট উপজেলার উমরমজিদ ইউপির সরদারপাড়া গ্রামে গিয়ে কনেসহ ৩ বরযাত্রীকে এবং রাত ১টায় নাজিমখাঁন ইউপির বাছড়া রামকৃষ্ণ পাড়া গ্রামে ৪ জন বরযাত্রীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে ওই স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে উমরমজিদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বরযাত্রী মো. আবুল কাশেম(৫৫) পিতা: মৃত তছলিম উদ্দিন, গ্রাম:ধনঞ্জয়, মোছা:গোলাপী বেগম (৪৫) স্বামী:মো.ফজলু মিয়া, গ্রাম:বালাকান্দি,পান্থাপাড়া, নুর মোহাম্মদ (৬৯) পিতা: মৃত কাছুয়া মামুদ গ্রাম: কৈইকুঁড়ি, নাজিখাঁন ইউনিয়নের রামকৃষ্ণ পাড়া গ্রামের বরযাত্রী শ্রী রবিদাস (৫২) পিতা: মৃত সতিশ চন্দ্র গ্রাম: হাওয়ার ভিটা, নাগেশ্বরী, শ্রী নগেন্দ্র নাথ রায় (৬০) পিতা: মৃত নবিন চন্দ্র রায়, খোচাবাড়ি, লালমনিরহাট, শ্রী ফুল কিশোর চন্দ্র রায় (৪০) পিতা: শ্রী মনভোলা চন্দ্র রায় গ্রাম: বেলগাছা, কুিড়গ্রাম (সদর), শ্রী প্রভাত চন্দ্র রায় (৪২) পিতা:মৃত: খোকা চন্দ্র রায়, রামদাস, ধনীপাড়া,উলিপুর, প্রত্যেকের ১০ (দশ) হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন
আইএনবি/এম.আ/সম্পাদনা-বিভূঁইয়া