কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে কামরুল ইসলাম ওরফে কনকের দোকানের গ্যাস ফ্যান এর গ্রীল কেটে দেয়াল ভেঙ্গে নগদ টাকাসহ ও প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দোকানের মালিক কামরুল ইসলাম ওরফে কনক বাদী হয়ে রাজারহাট থানায় বাজারের ৫ নৈশ্যপ্রহরীকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ জুলাই দিবাগত রাতে নাজিমখান বাজারের কামরুল ইসলাম ওরফে কনকের গালামাল দোকানের পিছনের গ্যাস ফ্যানের গ্রীল কেটে ও দেয়াল ভেঙ্গে চোরের দল দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায। এ ঘটনায় কামরুল ইসলাম ওরফে কনক বাদী হয়ে সন্দেহজনক নাজিমখান বাজারের নৈশ্যপ্রহরী মিজানুর রহমান (৫০), লুৎফর রহমান (৫০), তোফাজ্জল হোসেন (৫২), আব্দুল মোন্নাফ (৪৫) ও হায়দার আলী (৫৫) কে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আইএনবি/ এম আ/ বি.ভূঁইয়া