রাজাকারনামা
হাবিবুর রহমান
কি কথা শুনিবো, কি কথা বলিবো,
উঠিতে পারি না বুঝে।
জাত-কুলাঙ্গার পাকি-রাজাকার, ধর্মীয় নেতা সাজে।
রাজাকার ধরে জেলেভরে দিলে চাঁদে দেখা যায় তারে,
মসজিদে ঢুকে চুঙ্গাপুঁকিয়া চেলারা প্রচার করে।
কাবার গিলাফ ব্যানার বলিয়া যাহারা খবর ছাপে,
তাহারাই বলে বাংলার মাটি জালিমের শোকে-কাঁপে।
বাজ পড়িয়া কাক মরিলো ভন্ডের কেরামতি,
তার মরাতেই ভূমিকম্প, ঈমান থাকে কি জাতি?
উহুদের বুকে খোদার হাবিব আহত হলেন-বেশ,
আজতক তাতে ভূমিকম্পের পাইনি কোথাও লেস।
বাইতুল-মাল সুন্দর নাম, যদিও তোলেন চাঁদা,
হেসে-হেসে কয় জান্নাত পাবো, এ-টাকা পাবেন খোদা।
ক্ষেপেগেলে তারা নাস্তেক বলে, রগকেটে দিতে কয়।
তাদের হাতেই কি স্বর্গ-নরক বিলি-বন্টন হয়?
বীরাঙ্গনা-মা ক্ষমাচেয়ে বলি, বিচার পাওনি যার,
রোজ হাশরে সুবিচার পাবে, দেরি নাই বেশি তার।