রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারের ব্যবসায়ী শেখ গোলাম রেজা বাবলুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শেখ গোলাম রেজা বানিবহ বাজারে ধান, চাউল ও ভূষিমালের ব্যবসা করতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বানিবহ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিজ বসতবাড়িতে ১৫-২০ জনের ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার সকালে গোলাম রেজার ভাই শেখ গোলাম মোস্তাফা বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন।
শেখ গোলাম মোস্তফা বাচ্চু বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত কলাপসিবল গেটের তালা এবং দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় আমার ভাইয়ের স্ত্রী ঝর্ণা বেগম (৬০) কে পিটিয়ে আহত করে। এরপর ঘরের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ঘটনার সংবাদের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছেন।
আইএনবি/বিভূঁইয়া