রাজনীতি নয়, দুর্নীতির কারণেই জেল খাটছেন খালেদা জিয়া

আইএনবি নিউজ: রাজনীতি নয়, দুর্নীতির কারণেই জেল খাটছেন খালেদা জিয়া মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত জোট। তাদের হাত থেকে আওয়ামী লীগের নেতামর্কীরা রেহাই পায়নি।

শেখ হাসিনা বলেণ, অতিরিক্ত টাকা বানানো একটা রোগ। এটা যাকে ধরে সে আরও বানাতে চায়। আমরা চাই সৎ পথে আয় করে সবাই সম্মান অর্জন করুক। অসৎভাবে আয় করলে মানুষ পেছনে গালি দেয়, বলে অসৎ, চোর। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। আর কোন হায়না এ দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।

এর আগে বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন। দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আইএনবি/বিভূঁইয়া