রাজধানীর সবুজবাগে অস্ত্র-গুলিসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব

আইএনবি নিউজ:রাজধানীর সবুজবাগ থেকে র‌্যাব-১০ মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব ওরফে রফিউল ইসলাম ওরফে রকিব (২৩) নামের একজন অস্ত্রধারীকে আটক করেছে ।

আটককৃতের কাছে ১টি কাটা রাইফেল, ১ রাউন্ড এ্যামুনিশন, ১টি চাপাতি ও ২টি উদ্ধার করা হয়।

রোববার দুপুরে ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল সবুজবাগের মাদারটেক নন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাব-১০ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ব্যাটালিয়নটি জানতে পেরেছে, আটক যুবক পেশাদার সন্ত্রাসী। অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে সবুজবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করছিলো।

আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

আইএনবি/বিভূঁইয়া