রাজধানীর যাত্রাবাড়ীতে স্যুটার লিটন আটক

আইএনবি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থেকে র‍্যাব-১০ স্যুটার লিটনকে (৩২) দুটি বিদেশি পিস্তলসহ আটক করেছে । স্যুটার লিটন ৭ মামলার আসামি। তার সহযোগী লারা (২৮) কে একইসঙ্গে র‍্যাব-১০ এর হাতে আটক হয়।

বুধবার র‍্যাব-১০ এর মেজর শাহারিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর শাহারিয়ার বলেন, স্যুটার লিটনকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ও তার সহযোগী লারাকে রাত ২টার দিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, স্যুটার লিটনের বিরুদ্ধে হত্যা মামলাসহ থানায় ৭ টি মামলা রয়েছে। স্যুটার লিটন ও লারাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। Azərbaycan onlayn kazinolarının reytinqi https://az-kazino.com/ Azərbaycanın ən yaxşı onlayn kazinolarının siyahısı

আইএনবি/বিভূঁইয়া