আইএনবি ডেস্ক: রাজধানীর বাড্ডায় চালককে অজ্ঞান করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চালককে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে। চালকের নাম জুরান আলী (৫০)।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতেই আফতাবনগর এলাকা থেকে চালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রেফার করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা সবই খোয়া গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসার উদ্দিনের ছেলে।
আইএনবি/বিভূঁইয়া