আইএনবি ডেস্ক: রাজধানীর গুলশান-১ নম্বরের সোমবার (২৯ নভেম্বর) বিকেলে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ারসার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গুলশান-১ এর ১০ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।’
স্থানীয়ভাবে জানা গেছে, ১২ তলা ওই ভবনের ১০ তলায় আগুন লেগেছে। ঐ ভবনের বাসিন্দারা তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে আসেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া