আইএনবি নিউজ: শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কে র্যাব-২ অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনে ইলিশ মাছের বক্সে ১১ হাজার ইয়াবাসহ আবু শাহাদ হোসেন, আবেদ হোসেন, মিজান ও বাপ্পি নামে ৪ ব্যাক্তিক গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) জাহিদ আহসান বলেন, গোপন তথ্য ছিলো কক্সবাজারের টেকনাফ থেকে শ্যামলী পরিবহনের করে ইয়াবার একটি চালান ঢাকায় আসছে। তাই আগে থেকে ওঁৎ পেতে থাকে র্যাব। গাড়িটি থামার পর সুপারভাইজার এবং পূর্বে থেকে অবস্থান করা ৩ জন লোক যাত্রীদের মালামাল রাখার পিছনের বক্স থেকে একটি সাদা রংয়ের কক শিটের বক্স ধরাধরি করে নামিয়ে রাস্তার পাশে রাখে। তাদের আচরণ ও কক শিট বক্স দেখে সন্দেহ হলে কক শিটের বক্সে কি আছে জানতে চাইলে ইলিশ মাছ আছে বলে জানায়। পরবর্তীতে কক শিটের ভেতরে তল্লাশি করতে চাইলে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে চট্রগ্রামের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ইলিশ মাছের আড়ালে ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।
আইএনবি/বিভঁইয়া