আইএনবি নিউজ: র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন জানান, রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে ১ হাজার ৩০০ বোতল ফেন্সিডিল ও ১টি ট্রাকসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
তিনি বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি দল গাবতলী পশুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০০ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং ২টি মোবাইলসহ ২ জনকে আটক করেছে। আটকরা হলেন—খাদেম মন্ডল (৫০), আলাউদ্দিন (৬২)।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করেছেন। পরে ট্রাকের সামনের অংশে ড্রাইভারের সিটের পাশে কেবিনে ফেন্সিডিল বহন করছিলেন।
আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিল সরবরাহ করছেন বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া