রংপুর প্রতিনিধি: রংপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। পুলিশ বলছে ‘অপরোশনে ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অপারেশনে চাঁন মিয়া (৪৩) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার চাঁন মিয়া আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মনতাজ উদ্দিনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘ডেভিল হান্ট’ অপারেশনে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপীনাথপুর ইউপির ফকিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লুৎফরকে গ্রেপ্তার করা হয়।
আইএনবি/বিভূঁইয়া