যেসব রাস্তা দিয়ে যাবে ‘শহীদি মার্চ’

বিশেষ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে আজ বৃহস্পতিবার বিকালে শুরু হচ্ছে ‘শহীদি মার্চ’ কর্মসূচি। বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে এ ‘শহীদি মার্চ’ শুরু হবে।

এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।

এর আগে গতকাল দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আইএনবি/বিভূঁইয়া