যুবলীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিরুনীয়া বাজারে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় যুবলীগ নেতা মো. মহসিন আলম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে উপজেলার কংশের কুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলমের সাথে একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মাজহারুল ইসলামের বিরোধ চলে আসছিলো। মাজহারুল নবগঠিত বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়া পর ওই বিরোধ চরম আকার ধারন করে। বৃহস্পতিবার দুপুরে মহসিন আলম স্থানীয় ফারুক মিয়ার চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় মাজহারুলের নেতৃত্বে ৬/৭ জন তার ওপর হামলা চালায়। এলোপাথারী মারপিটে মহসিনের মাথায় পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এসময় মহসিনের লুঙ্গির কোচে থাকা ৬৭,৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম জানান, আমি গত উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিক নৌকার পক্ষে নির্বাচন করার ফলে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। নৌকার কাছে পরাজিত শক্তির কাছে মাথানত না করায় তারা আমার উপর এ হামলা চালায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, মামলা রুজু হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া