দর্শনায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর স্বর্ণালংকার ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭মামলা আসামী বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ভাই কে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কুদসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বাবুল ও তার ভাই বিপুলকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জানান,ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া