‘যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিলেন কাসিম’:ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিলেন ইরানের জেনারেল কাসিম সোলাইমানি এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩ জানুয়ারি) ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, যুদ্ধ বাধাতে নয়, বন্ধ করতেই কাসিমকে হত্যা করা হয়েছে।

ট্রাম্প ‘কাসিম’কে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে বলেন, হাজারও সামরিক ও বেসামরিক মার্কিনিকে হত্যার জন্য কাসিম দায়ী। তার অসুস্থ মানসিকতা হাজারও নিষ্পাপ মানুষের জীবন কেঁড়ে নিয়েছে। দিল্লি থেকে শুরু করে লন্ডন পর্যন্ত যাবতীয় মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে সে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের মানুষকে উদ্দেশ্য করে বলেন, কাসিমের সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে, এটা স্বস্তির বিষয়।

আমি প্রয়োজন সাপেক্ষে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান ট্রাম্প।

এর আগে ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয় ইরানের জেনারেল কাসিম সোলাইমানি। হত্যার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়েছ।

আইএনবি/বিভূঁইয়া