বরিশাল প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ‘উমর পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের উপরে উল্টে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আইএনবি/বিভূঁইয়া