যশোরে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে শুক্রবার ভোরে শুভরাড়া মাঠপাড়ায় ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত ইলয়াস শেখ শুভরাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ইলিয়াস শেখ ঘটনাস্থলেই মারা গেছেন। তার নামে খুলনার খানজাহান আলী থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চুরির মামলা রয়েছে বলে আমরা জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া