যশোর প্রতিনিধি:যশোরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে খাজুরা বাজার তেলপাম্প এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সেগুলো জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা জব্দ করেছেন তারা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ধারণা, কারবারি আগে থেকেই অভিযানের কথা জেনে যাওয়াতে তিনি বাস থেকে নেমে পালিয়ে যান। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া