ময়মনসিংহে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ঝুলন্ত অবস্থায় এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ কর্মরত ছিলেন। তার নাম সুইটি আক্তার (২২) ।

মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তার স্বামী পুলিশের কনস্টেবল হাফিজুর রহমানকে আটকের কথা জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পূর্বে স্থানীয়রা সুইটি আক্তারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তবে কি কারনে হত্যাকান্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত সুইটি আক্তার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা যায়।

আইএনবি/বিভূঁইয়া