মৌসুমীর ‘ভাঙন’ নিয়ে নতুন খবর

বিনোদন ডেস্ক: ‘প্রিয়দর্শিনী’ খ্যাত ঢাকাই সিনেমার নায়িকা মৌসুমী। চলচ্চিত্রে এখনও তিনি সমান জনপ্রিয়। বেছে বেছে কাজ করলেও রুপালি পর্দায় এখনও তার উপস্থিতি রয়েছে।

‘ভাঙন’ মৌসুমীর নতুন সিনেমা। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নতুন খবর হলো, সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন ফেইসবুকে পোস্টারটি প্রকাশ করেন।

পোস্টারে মৌসুমী ও ফজলুর রহমান বাবুকে দেখা গেছে। এতে নায়িকার মাথায় একটি ঝুড়ি রয়েছে। আর বাবু বাঁশি বাজাচ্ছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, সিনেমায় মৌসুমী হকারের ভূমিকায় অভিনয় করেছেন এবং বাবু বংশীবাদক।

‘ভাঙন’ সিনেমায় রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হবে। যেখানে হকার, পতিতা, বংশীবাদক, পকেটমার নানা ইতিবাচক ও নেতিবাচক মানুষ রয়েছে। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প নিয়ে এই সিনেমা। এমনটাই জানান নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।

২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’।

আইএনবি/বিভূঁইয়া