মোংলা বন্দরে সারবোঝাই কার্গোডুবি

মোংলা প্রতিনিধি: শুক্রবার ভোরে মোংলা বন্দরের বহির্নোঙর সংলগ্ন মেহের আলী এলাকায় সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে, দুর্ঘটনার পরপরই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের বহির্নোঙরে অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি অ্যান্টিগনি’ থেকে সার নিয়ে কার্গো জাহাজ ‘নিউ পারভিন-২’ মোংলা বন্দরের দিকে আসছিল। ঘন কুয়াশায় দিক হারিয়ে জাহাজটি একটি চরে আটকে যায়। এ সময়, জাহাজটির তলদেশ ফেটে গেলে এটি ডুবতে শুরু করে।

এ সময়, টহলরত কোস্টগার্ড সদস্যরা জাহাজে থাকা ১৪ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন। তবে, বন্দর চ্যানেল নিরাপদ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, জাহাজটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে মালিকপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া