মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দুই দিন যাবত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি অব্যহত থাকায় দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। মানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটার পাশাপাশি মাঠের রবি ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
এদিকে বৃষ্টিতে ক্ষেতের রবি ফসল (গম, ভুট্টা, সরিষা, মসুর ইত্যাদি) ঝুঁকির মধ্যে পড়েছে। শীতের তীব্রতা কমার পাশাপাশি বৃষ্টি হওয়ায় ছত্রাকসহ নানা রোগে ফসল আক্রান্তের আশঙ্কা দেখা দিয়েছে।
আলমপুর গ্রামের গম চাষি আমজাদ হোসেন বলেন, গমের শীষে বৃষ্টির পানি জমে নানা রোগ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে গম রক্ষা কঠিন হয়ে পড়বে এবার।
আইএনিব/বিভূঁইয়া