মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের মীরসরাইয়ে জামাল উদ্দিন সওদাগর (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধ্যম আজমনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় জামাল উদ্দিন সওদাগরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘৫ আগস্টের পরে জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলার তদন্তে ঘটনার সঙ্গে জামাল উদ্দিন সওদাগরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই গতকাল রবিবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম জামাল উদ্দিন সওদাগরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’

আইএনবি/বিভূঁইয়া